11/14/2025 আগামীকাল ১ম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
২৬ June ২০২৪ ১৮:৫৪
২৬ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টের ফাইনালে ওঠার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের প্রথম সেমিফাইনালে আগামীকাল সকালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে সাতবার সেমিফাইনালে খেললেও, ফাইনালে মঞ্চে নামার সুযোগ হয়নি প্রোটিয়াদের। ফাইনালে খেলতে না পারার বন্ধ্যাত্ব এবার ঘোচাতে মরিয়া অষ্টমবারের মত আইসিসি টুর্নামেন্টের সেমিতে উঠা দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ছাড়া অন্য কিছুই ভাবছে না প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেওয়া আফগানিস্তান। ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।