11/14/2025 পদ্মা সেতু থেকে ১৬৩১ কোটি টাকা টোল আদায়
অনলাইন ডেস্ক
২৭ June ২০২৪ ২১:১৪
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ১৯ জুন পর্যন্ত বিভিন্ন যানবাহন থেকে মোট ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
পদ্মা সেতু থেকে সর্বোচ্চ টোল আদায় হয়েছে বলে অপর এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।