11/14/2025 এ সরকার জনগনের সরকার - মোতাহার হোসেন
Mahbubur Rohman Polash
২৪ January ২০১৮ ২৩:০৭
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : এ সরকার জনগনের সরকার। দেশ ও জনগনের ভাগ্য বদলে কাজ করছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্নবাসনের যে উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছেন তা কার্যকর করা হচ্ছে। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবারো নৌকায় ভোট দিন।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। বুধবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮শত ২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহমেদ, সিংগীমারী ইউনিয়নপরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডা: আতিয়ার রহমান প্রমূখ।