11/18/2025 জাবালিয়ায় ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত
odhikarpatra
১৯ October ২০২৪ ১৬:০৬
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যে ভূখ-ের উত্তরে জাবালিয়ার কাছে ইসরায়েলি হামলায় শুক্রবার থেকে শনিবার রাতভর একটি শরণার্থী শিবিরে ৩৩ জন নিহত হয়েছে।
গাজা সিটি থেকে এএফপি এখবর জানায়।
এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল ‘৩৩ জন নিহত এবং কয়েক ডজন আহত’ হয়েছে বলে ঘোষণা করেছেন। এদিকে, আল-আওদা হাসপাতালের একটি মেডিকেল সূত্র এএফপিকে জানিয়েছে যে ফিলিস্তিনি শরণার্থীদের আল-জাতার শরনার্থী শিবিরে হামলায় ২২ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।