11/14/2025 বাংলাদেশ ১০৬ রানে অলআউট
odhikarpatra
২১ October ২০২৪ ১৭:৩১
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনি¤œ রান বাংলাদেশের।
আজ থেকে শুরু হওয়া টেস্টের প্রথম সেশনে ২৬.১ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১৪ ওভার খেলে বাকী ৪ উইকেটে ৪৬ রান যোগ করতে পারে টাইগাররা।
বাংলাদেশ ইনিংসে চার ব্যাটার দুই অংকে পৌঁছেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া তাইজুল ইসলাম ১৬, মেহেদি হাসান মিরাজ ১৩, মুশফিকুর রহিম ১১, নাইম হাসান ৮ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান।
দক্ষিণ আফ্রিকার ওয়াইন মুল্ডার-কাগিসো ও কেশভ মহারাজ ৩টি করে উইকেট নেন। বাকী ১ উইকেট নেন ড্যান পিট।