11/14/2025 মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত
odhikarpatra
২২ October ২০২৪ ১৭:২৯
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্থ শীল(২০) ও অয়ন মন্ডল(২০) নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে দুর্ঘটনাটি ঘটে। এসময় গুরুতর আহত হয়েছে আরও একজন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ থেকে ক্লাশ শেষে তারা বাড়ি ফিরছিল। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আরও একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।