11/18/2025 হিজবুল্লাহ প্রধান হলেন শেখ নাইম কাসেম
odhikarpatra
২৯ October ২০২৪ ২১:১৭
লেবাননের হিজবুল্লাহ্ শেখ নাইম কাসেমকে তাদের শীর্ষ নেতা নির্বাচিত করেছে। লেবাননের বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।
আজ মঙ্গলবার হিজবুল্লাহ্র এক বিবৃতিতে বলা হয়েছে, গতমাসে ইসরাইলি বিমান হামলায় হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পর শেখ নাইম সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর নীতি নির্ধারণী মজলিসে সূরা কাসেমকে শীর্ষ নেতা নির্বাচিত করে।
এর আগে তিনি তিন দশকেরও বেশি সময় নসরুল্লাহর সহকারীর দায়িত্ব পালন করেছেন।
নব-নির্বাচিত মহাসচিব বলেছেন, ‘বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ হিজবুল্লাহ নসরুল্লাহর নীতিমালা অনুসরণ অব্যাহত রাখবেন।
নাঈম কাশেম ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন শিয়াদের আমল আন্দোলনের মাধ্যমে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর তিনি আমল আন্দোলন থেকে সরে আসেন।