11/18/2025 দ্বীপপুঞ্জের কাছাকাছি আসার সাথে সাথে ম্যান-ই 'সুপার টাইফুনে' পরিনত হয়েছে : ফিলিপাইন
odhikarpatra
১৬ November ২০২৪ ২০:২৩
ফিলিপাইনের দিকে ধেয়ে আসা একটি শক্তিশালী ঝড় ম্যান-ই শনিবার সুপার টাইফুনে পরিণত হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস ঝড়টি "উল্লেখযোগ্য থেকে গুরুতর প্রভাব" ফেলতে পারে এবং "জীবনের জন্য হুমকিস্বরূপ" বলে সতর্কতা জারি করেছে।
ম্যানিলা থেকে এএফপি এখবর জানায়।
ক্যাটানডুয়ানেস দ্বীপের আশেপাশের এলাকায় সমুদ্রের পানির উচ্চতা ১৪-মিটার (৪৬-ফুট) পর্যন্ত হতে পারে বলে এবং সুপার টাইফুন ম্যান-ই শনিবারের পরে বা রবিবারের প্রথম দিকে স্থলনিম্নচাপে পরিনত হবে বলে পূর্বাভাস দেয়া হয়ে হয়েছিল।