11/18/2025 জর্দানে ইসরাইলি দূতাবাসের কাছে বন্দুক হামলায় ১ জন নিহত
odhikarpatra
২৪ November ২০২৪ ২২:৫০
জর্দানের রাজধানী আম্মানে রোববার ইসরাইলি দূতাবাসের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যকরে চালানো হামলায় তিন সদস্য গুরুত্বরভাবে আহত হন। পরে তাদের মধ্যে একজন মারা যান। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
আম্মান থেকে এএফপি জানায়, সরকারের মুখপাত্র মোহাম্মদ মোমানি ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে বলেছেন, হামলাকারী মাদক সংক্রান্ত অপরাধের সাথে জড়িত।
তিনি সরকারি পেট্রা নিউজ এজেন্সিকে বলেন, ভোররাতে চালানো এ হামলার উদ্দেশ্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
এরআগে জর্ডানের আইন প্রয়োগকারী সংস্থা জননিরাপত্তা অধিদপ্তর রাবিহের আম্মান এলাকায় গোলাগুলির কথা জানায়। ওই এলাকায় ইসরায়েলি দূতাবাস অবস্থিত।
সংস্থাটি জানায়, লোকটি ‘নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে হামলাকারীকে হত্যা করে।’