11/14/2025 কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
odhikarpatra
২৭ November ২০২৪ ২১:৫৭
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আজ রড বোঝাই ট্রলি চাপায় রিকশা ভ্যানের আরোহি দুই নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার মশান বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় কুরমান মন্ডলের স্ত্রী ছবেলা (৭০) এবং নাসিরের স্ত্রী মরিয়ম (৫০)। তাদের উভয়ের বাড়ি সিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ রকিবুল ইসলাম জানান, ছবেলা ও মরিয়ম রিকশাভ্যান যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন।
পথিমধ্যে তারা মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০-শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারী- ছবেলা ও মরিয়মকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।