11/14/2025 ১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি: ড. আব্দুল মঈন খান
odhikarpatra
৮ December ২০২৪ ২৩:১২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যে শিক্ষা দেয়া হয়েছে, সেটি কাজে লাগেনি। ৫ আগস্ট এসব শিক্ষা উল্টে গেছে। শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে।
আজ রোববার পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তবে মূল কাজের কথা ভুলে গেলে চলবে না। পড়াশোনায় ফিরতে হবে শিক্ষার্থীদের। জাতীর প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছে, সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে।
মঈন খান বলেন, বিগত সরকার পাঠ্য পুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায়না। এর প্রমাণ শিক্ষার্থীরা ৫ই আগস্টে দিয়েছে। ফরাসিদের মতন কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুণরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।
কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি প্রমুখ।