11/14/2025 একটি মামলায় জামিন পেলেন শমী কায়সার
odhikarpatra
১০ December ২০২৪ ১৩:১৭
একটি মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টার ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়।
নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। ই-কর্মাস এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে ৩ মাসের জামিন দিয়েছে উচ্চ আদালত