11/14/2025 বগুড়ায় চার রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার
odhikarpatra
১৫ December ২০২৪ ২৩:৫৪
শহরের মালতীনগর শিশু মঙ্গল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় শনিবার রাত ১২টার দিকে চার রাউন্ড তাজা গুলিসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ দুপুর ১২টায় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় ।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা সক্রিয় রয়েছে