11/14/2025 কমতে পারে দিনের তাপমাত্রা
odhikarpatra
২০ December ২০২৪ ১৫:৫৬
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় আজ শুক্রবার খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় হয়েছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর হতে পারে। এটি উপমহাদেশীয় বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও ক্থোও হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
আজ শুক্রবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ।
আজ ঢাকায় সুর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।