11/19/2025 সিরিয়ায় দুই তুর্কি সাংবাদিক নিহত
odhikarpatra
২০ December ২০২৪ ১৬:২১
সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা-সমর্থিত এবং মার্কিন সমর্থিত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় তুরস্কের কুর্দিস্তানের দুই সাংবাদিক নিহত হয়েছে। তুরস্কের সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং একটি এনজিও শুক্রবার এই খবর জানিয়েছে।
সাংবাদিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, বৃহস্পতিবার তিশরিন বাধের কাছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো শহরের ১শ’ কিলোমিটার পূর্বে নাজিম দাস্তান ও চিহান বিলগিন নিহত হন।