11/19/2025 ইরান ২২ জানুয়ারি পর্যন্ত সিরিয়ার ফ্লাইট স্থগিত করেছে
odhikarpatra
২৪ December ২০২৪ ২২:৪২
ইরানের গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, সিরিয়াগামী ইরানের সমস্ত ফ্লাইট ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তেহরানের দীর্ঘদিনের মিত্র প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইরান এ সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজানেহ’র উদ্ধৃতি দিয়ে নিউজ এজেন্সি আইএসএনএ জানিয়েছে, ‘কোনো দেশে বিমান যেতে হলে, গন্তব্য দেশটি থেকে অবশ্যই ওই বিমানকে প্রবেশের অনুমতি নিতে হবে।’ তিনি বলেন, ‘বর্তমানে নতুন বছরের ছুটির পর ২২ জানুয়ারি পর্যন্ত সিরিয়াগামী ইরানের কোনো ফ্লাইটের অনুমতি দেওয়া হবে না।’ ইরান কখন সিরিয়ায় ফ্লাইট স্থগিত করেছে, তা জানা যায়নি।
চলতি মাসের শুরুতে সুন্নি ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী প্রচণ্ড আক্রমণ চালিয়ে রাজধানী দামেস্কে প্রবেশ করায় স্বৈরশাসক আসাদ দেশ ছেড়ে পালিয়ে যান।
এইচটিএস দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকে হাজার হাজার ইরানি সিরিয়া ছেড়ে চলে গেছে। দামেস্কে তেহরানের দূতাবাস ভাঙচুর করা হয়েছে। তেহরান সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করেছিল। এমনকি ইরান তাকে সামরিক উপদেষ্টাও সরবরাহ করেছিল।
সোমবার, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার নতুন ক্ষমতাসীন কর্তৃপক্ষের সাথে ইরানের ‘সরাসরি কোনো যোগাযোগ নেই’। সাম্প্রতিক ঘটনাবলীর পর তেহরান সিরিয়ায় ভ্রমণের বিরুদ্ধে ইরানিদের সতর্ক করেছে।