11/19/2025 উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় অন্তত ৪০ কৃষক নিহত: রাজ্য সরকার
odhikarpatra
১৩ January ২০২৫ ২৩:৩৯
উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্নো রাজ্যে জিহাদিদের হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন।
নাইজেরিয়ার রাজধানী কানো থেকে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, সংঘাতপীড়িত এই অঞ্চলে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা।
বর্নো রাজ্যের তথ্য কমিশনার উসমান এক বিবৃতিতে জানান, রোববার রাতে ইসলামিক স্টেট-সমর্থিত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর যোদ্ধারা লেক চাদের তীরে অবস্থিত ডুম্বা গ্রামে অসংখ্য কৃষককে জড়ো করে গুলি চালিয়ে হত্যা