11/19/2025 উত্তর কোরিয়ার সন্দেহজনক স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
odhikarpatra
১৪ January ২০২৫ ২৩:৫৯
উত্তর কোরিয়া আজ মঙ্গলবার স্বল্পমাত্রার কয়েকটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেসব ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে গিয়ে পড়েছে, খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা কয়েকটা সন্দেহজনক প্রজেক্টাইল চিহ্নিত করেছে। যেসব প্রজেক্টাইল ব্যবহার করে এই স্বল্পমাত্রার ক্ষেপণাত্রগুলো ছোড়া হয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার প্রাক্কালে জাপানের পররাষ্ট্র মন্ত্রী তাকেশি ইওয়ায়া নিজেদের মধ্যকার সম্পর্ক জোরদার করতে সিউলে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে গতকাল আলোচনায় বসেন।
শত্রু পক্ষের মনোবল ভেঙে দিতে গত সপ্তাহে পিয়ংইয়ং নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও কোথা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সে ব্যাপারে উত্তর কোরিয়া কিছু বলেনি। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মাধ্যম কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় কিশোরী মেয়ে জু এই-কে নিয়ে কিম সেখানে উপস্থিত ছিলেন।
কিম বলেছেন, শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্র ১৫০০ কিমি পাড়ি দিয়েছে। যদিও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ১১০০ কিমি পাড়ি দেওয়ার কথা বলেছে। শব্দের চেয়ে ১২ গুণ বেশি গতিতে ছুটে চলা এইসব ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়েছে।