11/19/2025 গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী
odhikarpatra
১৯ January ২০২৫ ১৭:২৪
ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে, তারা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা সরবরাহ না করায় গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি।
সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি একটি টেলিভিশনে বিবৃতিতে বলেন, ‘আইডিএফ এই মুহূর্তে গাজা অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, হামাস তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না।’
এএফপি ফুটেজে দেখা গেছে, শত শত গাজাবাসী গ্রিনিচ মান সময় ০৬:৩০টার পর কেন্দ্রীয় শহর দেইর এল-বালাহে উল্লাস ও উদ্যাপন করছেন, যে সময় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
অনেকেই তাদের মোবাইল ফোনে ছবি তুলছিলেন, হাততালি দিচ্ছিলেন ও একে অপরকে জড়িয়ে ধরছিলেন।
এএফপিটিভির ফুটেজে, প্রায় ৩০ মিনিট পরেই গাজার উত্তর-পূর্বাঞ্চল থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উড়তে দেখা যায়।