11/14/2025 লক্ষ্মীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
odhikarpatra
২৫ January ২০২৫ ২২:১৯
তারুণ্যের উৎসবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে।
বালক বিভাগে লক্ষ্মীপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
শনিবার বিকেল জেলা স্টেডিয়াম মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা, জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম, জেলা ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন, সাধারন সম্পাদক সোহেল আদনান।
২৩ জানুয়ারী থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা, থানা ও পৌরসভাসহ ৭টি দল অংশ নেয়