11/19/2025 মার্কিন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন চীনের নাগরিক
odhikarpatra
৩১ January ২০২৫ ১৬:১৮
বেইজিং শুক্রবার জানিয়েছে,ওয়াশিংটনে ৬৪ জন আরোহী নিয়ে একটি মার্কিন বাণিজ্যিক বিমান এবং একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে দুর্ঘটনায় নিহতদের মধ্যে তাদের দুই জন নাগরিক রয়েছে।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতি বলেন, প্রাথমিকভাবে যাচাই থেকে জানা গেছে দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনায় দুই চীনা নাগরিক নিহত হয়েছেন।
মুখপাত্র বলেন, চীন নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন।
মুখপাত্র আরো বলেন, মার্কিন কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আপডেট প্রকাশ করার অনুরোধ করেছেন। দুর্ঘটনার কারণ দ্রুত স্পষ্ট করার এবং পরবর্তী বিষয়গুলো সঠিকভাবে পরিচালনা করারও অনুরোধ করেছে চীন কতৃপক্ষ।
বেইজিং কতৃপক্ষ, দুর্ঘটনায় নিহত তার নাগরিকদের সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪০ জনেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন ফিগার স্কেটিং জানিয়েছে, বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন স্কেটার এবং কোচ ছিলেন।
মস্কোর কর্মকর্তারা রাশিয়ার দম্পতি ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। যারা ১৯৯৪ সালের বিশ্ব জুটির শিরোপা জিতেছিলেন।