11/14/2025 ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের
odhikarpatra
৩১ January ২০২৫ ২৩:২৬
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগ্রেসরা। আগামীকাল সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি, সাফল্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করতে চায় বাংলাদেশ।
সেন্ট কিটসেই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৮ উইকেটে ও ১০৬ রানে হারে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৪৪ রানের লড়াকু পুঁজি পেলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ। ২০২ রানের জবাবে ৯ উইকেটে ৯৫ রান করে তারা।
দ্বিতীয় ম্যাচে বোলিংও ভালো হয়নি বাংলাদেশের। সুলতানা ও লতা মন্ডলদের বাজে বোলিং পারফরমেন্সের কারণে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোন দল ২শ রানের কোটা স্পর্শ করলো। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৮৯ রান করেছিলো অস্ট্রেলিয়া।
প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট হাতে নেমে ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেছিলেন নিগার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো।
কিন্তু পরের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আকতার। এছাড়াও স্বর্ণা আকতার ১৬ ও লতা মন্ডল ১৩ রান করেন।
টি-টোয়েন্টিতে তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে এ পর্যন্ত দশবার হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সর্বশেষ গত ডিসেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগ্রেসরা।
টানা দ্বিতীয়বারের মত হোয়াইটওয়াশ এড়াতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।
টি-টোয়েন্টির আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে দুই জয় পেলেই এ বছর ভারতের মাটিতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেত টাইগ্রেসরা।