11/15/2025 ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ
odhikarpatra
২১ February ২০২৫ ০৩:০৯
ইবি প্রতিনিধি:
ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবার। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০ ফেব্রুয়ারি রাত ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহর নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর হতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে যাত্রা করা হয়। এরপর ২১ ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহর। এ সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হল, বাংলাদেশ ছাত্রদল ইবি শাখা, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ইবি থানার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।