11/14/2025 দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দুতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
odhikarpatra
২১ February ২০২৫ ২০:২০
দক্ষিণ কোরিয়ার সিউলে শুক্রবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের প্রথম প্রহরে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. তারাজুল ইসলাম কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সিউলে আনসান শহরের মাল্টিকালচারাল পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে দূতাবাসে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই মহান ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া, অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।