11/14/2025 ভারতের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ২৪১ রান
odhikarpatra
২৩ February ২০২৫ ২১:৩৫
চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪১ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ শাকিল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৪১ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ইমাম উল হক ও বাবর আজম। নবম ওভারের দ্বিতীয় বলে বাবরকে (২৩) থামিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন ভারতের পেসার হার্দিক পান্ডিয়া। ২৬ বল মোকাবেলায় ৫টি চার মারেন বাবর।
পরের ওভারে রান আউটের ফাঁদে পড়েন ইমাম। ২৬ বল খেলে ১০ রান করেন তিনি। এমন অবস্থায় ৪৭ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শাকিল ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
দু’জনের শতরানের জুটিতে পাকিস্তানের রান দেড়শ স্পর্শ করে।
৩৪তম ওভারে শাকিল-রিজওয়ান জুটি ভেঙ্গে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার অক্ষর প্যাটেল। উইকেট ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন একবার জীবন পাওয়া রিজওয়ান। ৩টি চারে ৭৭ বলে ৪৬ রান করেন তিনি। শাকিলের সাথে ১৪৪ বলে ১০৪ রানের জুটি গড়েন রিজওয়ান।
অধিনায়ক ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া শাকিল। ৭৬ বল খেলে ৫টি চারে ৬২ রান করেন শাকিল।
শাকিল আউট হওয়ার পর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি তায়েব তাহির। স্পিনার রবীন্দ্র জাদেজার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন ৪ রান করা তাহির।
১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এ অবস্থা থেকে দলকে লড়াইয়ে ফেরাতে জুটি গড়ার চেষ্টা করেন সালমান আগা ও খুশদিল শাহ। ৩৯ বলে তাদের ৩৫ রানের জুটিতে ২শ রানে পৌঁছে যায় পাকিস্তান।
৪৩তম ওভারে পরপর দুই বলে সালমান (১৯) এবং শাহীন শাহ আফ্রিদিকে খালি হাতে শিকার করে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ করে দেন কুলদীপ। ২০০ রানে সপ্তম উইকেট হারায় পাকিস্তান।
শেষ দিকে খুশদিল শাহ, নাসিম শাহ-হারিস রউফের ছোট ইনিংসে দুই বল বাকী থাকতে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ২টি ছক্কায় খুশদিল ৩৯ বলে ৩৮, নাসিম ১৪ ও রউফ ৮ রান করেন।
ভারতের কুলদীপ ৪০ রানে ৩ উইকেট নেন। হার্দিক ২টি, হার্ষিত-প্যাটেল ও জাদেজা ১টি করে উইকেট নেন।