11/19/2025 থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত, অনেকে আহত
odhikarpatra
২৬ February ২০২৫ ২০:২৭
থাইল্যান্ডে বুধবার একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাস পাহাড় থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৃষ্ট দুর্ঘটনায় ১৮ জন যাত্রী নিহত এবং অনেকে আহত হয়েছেন। পুলিশের উদ্ধৃতি দিয়ে ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
রাজধানী ব্যাংককের পূর্বে অবস্থিত প্রাচীন বুড়ি প্রদেশে স্থানীয় সরকারি কর্মকর্তাদের ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া তিনটি ডাবল-ডেকার বাসের মধ্যে একটি বাস এ দুর্ঘটনায় কবলিত হয়।
পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, ঘটনাস্থলে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে আরো একজন মারা যান।
তিনি আরো বলেন, আমরা চালককে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি বলেছেন যে বাসটি পাহাড় থেকে নেমে যাওয়ার সময় ব্রেক ফেল করে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৯ জন আরোহী ছিলেন এবং বেঁচে যাওয়া লোকদের দুটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ মারা যায় এবং বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা মৃত্যুর হার রয়েছে দেশটির।
অনিরাপদ যানবাহন এবং দুর্বল ড্রাইভিং মৃত্যুও এই উচ্চ হারের প্রধান কারণ।
গত বছর অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি স্কুল বাস দুর্ঘটনায় আগুন ধরে ২৩ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিশু। যা এক দশকের মধ্যে রাজ্যের সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা