11/15/2025 রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে বর্ণাঢ্য র্যালী
odhikarpatra
১ March ২০২৫ ০৯:০৬
ইবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র্যালী শুরু হয়। পরে র্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ গেটে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত,আল হাদিস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্যে আল কুরআন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম ক্যাম্পাসে যত দোকানপাঠ আছে সেগুলো দিনের বেলায় বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন "রমজান আমাদের নৈতিকতা শিক্ষা দেয়, এ মাসে সকল প্রকার বেহায়াপনা বন্ধ করতে হবে।"
ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত বলেন," সেহরি এবং ইফতারের পর উন্নত খাবার পরিবেশন করতে হবে,সনাতনী ভাইদের জন্য দিনের বেলা উন্নত খাবার পরিবেশন করতে হবে যেন তাদের কষ্ট না হয়।"
সাধারন শিক্ষার্থী আবু মুসা বলেন," দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণে রমজানে গড়ে ওটা যেকোনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে,কুরআন নাজিলের মাসে কুরআান প্রতিষ্ঠায় ইবি সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হোক রমজান বা অন্য যেকোনো মাসে বেহায়াপনা বন্ধ করতে হবে।"
এসময় ইবি শাখার শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন," রমজান শুধু উপবাস থাকার জন্য নয়,এটা আমাদের শিক্ষার মাস,রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে।রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তানী বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেটা বাস্তবায়ন করার জন্য রমজান মাসই মোক্ষম সময় বলেও জানান তিনি।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২৮ ফেব্রুয়ারি, ২০২৫