11/19/2025 ইরানকে পরমাণু তথ্য দেয়ার অভিযোগে এক ইসরাইলি আটক
odhikarpatra
৪ March ২০২৫ ১৯:২১
ইরানকে ইসরাইলের দিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার অভিযোগে ইসরাইলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইসরাইল কর্তৃপক্ষ। ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবিসহ স্পর্শকাতর তথ্য বিক্রির প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরাইলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয়।
জেরুজালেম থেকে এএফপি আজ এই খবর জানায়।
অধিকৃত ভূখণ্ডের বির শেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যালস সাউথের প্রকৌশলী ডোরন বোকোবজাকে ২ মার্চ এক বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং ইরানে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়।
তদন্তকারীরা দাবি করেছেন, বোকোবজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন।
গত বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন।
ইসরাইলি কর্তৃপক্ষ তাকে আটক করেছে।