11/19/2025 নিয়মিত যোগাযোগে রাজি রাশিয়া-যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
odhikarpatra
১২ March ২০২৫ ১৮:২৮
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা পরিষেবা’র (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন র্যাটক্লিফ মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে দ্বন্দ্ব কমাতে নিয়মিত যোগাযোগের বিষয়ে একমত হয়েছেন।
মস্কো থেকে বার্তা সংস্থা ‘তাস’ এই খবর জানায়।
বুধবার এসভিআর প্রেস অফিস জানিয়েছে, উভয় গোয়েন্দা সংস্থার প্রধানদের মধ্যে ফোনে আলাপচারিতার পর নিয়মিত যোগাযোগ রক্ষার্থে একমত পোষণ করেন।
প্রেস অফিস জানিয়েছে, ‘ গতকাল মঙ্গলবার রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার পরিচালক সের্গেই নারিশকিন সিআইএ প্রধান জন র্যাটক্লিফের সাথে টেলিফোনে আলাপ করেন। তাদের কথোপকথনের সময়, উভয় পক্ষই সাধারণ স্বার্থের ক্ষেত্রে উভয় গোয়েন্দা সংস্থার পারস্পরিক মিথস্ক্রিয়া এবং সংকটময় পরিস্থিতি নিষ্পত্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ।’
প্রেস অফিস আরো জানিয়েছে তাদের ফোনালাপের সময়, পক্ষগুলো ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব কমানোর লক্ষ্যে এসভিআর এবং সিআইএ পরিচালকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।’