11/14/2025 গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা দিবসে ইবিতে যতো কর্মসূচি
odhikarpatra
২৩ March ২০২৫ ১৭:৫৪
ইবি প্রতিনিধি:
গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রবিবার (২৩ মার্চ)বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এই সকল কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি এবং রাতে ক্যাম্পাসে (১মিনিট) প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
২৬ মার্চ সকাল ১১ টায় পতাকা উত্তোলন, আনন্দের প্রতীক বেলুন উড়ানো, শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতে যোহর নামাজ পর কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক এলাকার মসজিদ এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ঐদিন সকাল ৯টা ৩০ মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে নির্ধারিত রুটে প্রয়োজনীয় সংখ্যক বাসের ব্যবস্থা করা হয়েছে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া