11/19/2025 গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৫
odhikarpatra
৩ April ২০২৫ ০০:০৬
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের দু’টি বাড়িতে বুধবার ইসরাইলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এ খবর জানায়।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী একটি বাড়িতে দখলদার বাহিনী বোমা হামলা চালালে ভোরে শিশুসহ ১৩ জন শহীদ হন।’
তিনি আরো জানান, গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত ক্যাম্পের একটি বাড়িতে ইসরাইলি হামলায় আরো দুইজন নিহত হয়েছেন।