11/14/2025 বিএনপি নিজেরাই নিজেদের মধ্যে সংকট সৃষ্টি করেছে : ওবায়দুল কাদের
Mahbubur Rohman Polash
১৯ February ২০১৮ ১৫:৪৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে নিজেরাই নিজেদের মধ্যে সংকট সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘তাদের (বিএনপি) গলার কাঁটা হয়ে যাবে এই ৭ ধারা। তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ছে। সরকারকে ফাঁদে ফেলতে হবে না তাদের। সঙ্কট তারা নিজেরাই তৈরি করেছেন এবং সঙ্কটের ফাঁদে তারাই পড়বে।’
ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার রায়ের আগে এই ধারা বাদ দিল কেন, রহস্য কী? এই প্রশ্নের জবাব দিচ্ছে না। তারা (বিএনপি) বারবার এড়িয়ে যাচ্ছেন।’
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত আদালত দেবেন। এটা আওয়ামী লীগ বা রাজনীতির কোনো বিষয় নয়।-খবর বাসসের