11/19/2025 ইসরাইলি প্রধানমন্ত্রীর ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর সমালোচনা ‘অযৌক্তিক আক্রমন' : ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়
odhikarpatra
১৪ April ২০২৫ ২৩:৫০
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনাকে সোমবার ‘অযৌক্তিক হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিনের রামাল্লাহ থেকে এএফপি জানায়,
প্যারিস কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর ফরাসি প্রেসিডেন্টের প্রতি নেতানিয়াহু তীব্র সমালোচনা করে বলেন, ম্যাখোঁ ‘গভীর ভুল করছেন’।
এর প্রতিক্রিয়ায় রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'মন্ত্রণালয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ছেলের পক্ষ থেকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে করা অযৌক্তিক আক্রমণ ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।'