11/14/2025 গোদাগাড়ীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়
Mahbubur Rohman Polash
২৫ April ২০২৫ ২৩:৫৩
রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ আয়োজনে লিগ্যাল এইড এর মাধ্যমে টাকা প্রাপ্ত ক্লায়েন্টদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ শে এপ্রিল সকাল দশটায় ব্র্যাক গোদাগাড়ী আইন সহায়তা কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন পরিচালনা করেন ব্র্যাক অফিসের এসোসিয়েট অফিসার সেলফ মোঃ আব্দুল কুদ্দুস। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে ভুক্তভোগী নারীরা আর্থিক ব্যবস্থাপনা ঝুঁকি চিহ্নিতকরণ আয় বৃদ্ধি করন বা কাজ বিনিয়োগের সাথে যুক্ত হওয়ার উপায় জানতে পারে । সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের ধরন মাসিক পারিবারিক বাজেট বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণ কারী নারীরা এই ধরনের কার্যক্রমের ভূষসী প্রশংসা করেন।
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম