11/15/2025 ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
odhikarpatra
২৪ May ২০২৫ ১৬:৪৫
ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে ডিনস অ্যাওয়ার্ড, সনদ, ফুল ও নির্ধারিত সম্মানী প্রদান করা হয়েছে।
শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১২টায় অনুষ্ঠিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। ৮টি অনুষদের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হকের সঞ্চালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী আজম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে পাওয়া সব থেকে বড় উপহার হলো আজকের ডিনস অ্যাওয়ার্ড। আমার প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার পিতামাতার, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্ম-জীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে। তোমরা যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। আজকে যারা জুনিয়র উপস্থিত আছো তারা ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তদের থেকে তাদের সাফল্যগাঁথা গল্প শুনে অনুপ্রেরণা নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩.৮৫ এর নিচে কোনো ডিন'স অ্যাওয়ার্ড দেয়া হয়না। অথচ আমাদের ৩.৮৫ থেকে কম সিজিপিএতে অ্যাওয়ার্ড দেয়া হলো। আমাদের সিজিপিএ বেশি দিতে সমস্যা কোথায়? যারা মেধাবী, পরিশ্রমী এবং গুণগত মানসম্মত, যারা আশাবাদী তাদেরকে সিজিপিএ বেশি করে দেয়া উচিত। তাহলে তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এজন্য সিজিপিএ দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের হাতকে একটু প্রশস্ত করতে হবে।"
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া