11/14/2025 মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন ডাকাত কারাগারে
odhikarpatra
১১ June ২০২৫ ২২:৫৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিন নম্বর রোডের প্রবেশ মুখে ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন ডাকাতকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।
আদালত মো. মিজান (৬৫), মো. রাসেল (২৭) ও মো. হাসানকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা আজ তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সূত্র জানায়, গত ৯ জুন ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ১৭ থেকে ১৮ জন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে শলাপরামর্শ করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।
আসামিরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন স্থান থেকে চাপাতি, চাকু, স্টিলের ধাতব মুষ্টির রিং ও স্টিলের অর্ধ বৃত্তাকার ধারালো অংশ বিশেষ সংগ্রহ করে ঘটনাস্থলসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সুযোগ বুঝে পথচারী ও বিভিন্ন গাড়ি আটক করে ডাকাতি করার পরিকল্পনা করছিল।