11/14/2025 ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে ইসরাইলি সেনাবাহিনী
odhikarpatra
২২ June ২০২৫ ২৩:৪৫
ইসরাইলের সেনাবাহিনী রোববার জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা কাজ করছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠা এবং জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার পরপরই তারা তৎপর হয়ে ওঠে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে।
এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) হুমকি নিরসনের লক্ষ্যে প্রতিরোধ ও পাল্টা আঘাতমূলক অভিযান পরিচালনা করছে।