11/14/2025 সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব আটক
odhikarpatra
২৩ June ২০২৫ ০০:৫৪
মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে রোববার (২২ জুন) রাত দশটার দিকে ঢাকার মনিপুরী পাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জে দায়ের করা একাধিক মামলার আসামি তিনি।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন ফয়সাল বিপ্লব। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।