01/22/2026 ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত
odhikarpatra
৯ July ২০২৫ ২৩:৪৬
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক প্রদেশে বুধবার রাশিয়ার ড্রোন ও বোমা হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
কিয়েভ থেকে এএফপি জানায়, দেশটির প্রসিকিউটররা বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের রোদিনস্ক শহরে ব্যক্তিগত যানবাহনে চালানো ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
এর প্রায় ১০ মিনিট পর রুশ বাহিনীর হামলায় কস্তিয়ানতিনিভকা শহরে আরও তিনজন নিহত হয়েছেন