11/15/2025 ইবিতে ইকসু বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা
odhikarpatra
২৩ August ২০২৫ ০০:১৭
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোন পন্থায় ইকসু'র কমিটি গঠন করা হবে এবিষয়ে আগামীকাল সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃহত্তর আলোচনা সভা করার সিন্ধান্ত গৃহীত হয়।
পরামর্শ সভায় বিশ্ববিদ্যালের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ-সহ সকল সচেতন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সেখানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের স্বার্থে ইকসু বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
পরামর্শ সভায় সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে ইকসু নির্বাচন সিস্টেম নাই। হাবিপ্রবি, বেরোবি আইনেও কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের কোন সিস্টেম ছিল না। বেরোবি'তে অনশন করে শিক্ষার্থীরা দাবি আদায় করেছে এবং তাদের কেন্দ্রীয় ছাত্রসংসদ গঠনের কাজ চলমান। ইবি প্রশাসন শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ দাবির মূল্যায়ন কি করেছে?
শিক্ষার্থীরা বলেন, ইকসু গঠিত হবেই। এখন প্রশাসন সিদ্ধান্ত নিবে আমাদের দাবি তারা শান্তিপূর্ণ ভাবে মেনে নিবে না কি আন্দোলন করে আদায় করব।
তারা আরো বলেন, ইকসু গঠন আমাদের সবার প্রাণের দাবি। কিন্তু সে ক্ষেত্রে যেন আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের যারা দোসর ছিল তৎকালীন শিক্ষকদের ভিতরে তাদের বিচারের জন্য কোন গড়িমোষী না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া