01/21/2026 ইসরাইলি হামলায় গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত
odhikarpatra
২৫ August ২০২৫ ২৩:৪৬
ইসরাইলি হামলায় মাত্র দুই সপ্তাহ আগে কাতার-ভিত্তিক আল জাজিরার কর্মী ও ফ্রিল্যান্সার মিলে মোট ছয়জন নিহত হওয়ার পর আল জাজিরা সোমবার জানিয়েছে, গাজায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন।
দোহা থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।
কাতার-ভিত্তিক সংবাদ নেটওয়ার্কটি জানিয়েছে, একটি মেডিকেল ভবনে হামলায় ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যান মোহাম্মদ সালামা নিহত হয়েছেন। ওই হামলায় মোট ১৪ জন নিহত হয়েছেন।
আল জাজিরার এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, তার মৃত্যু ‘নিশ্চিত’ করা হয়েছে।
চলতি মাসের শুরুতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার চার কর্মী এবং দুই ফ্রিল্যান্সার নিহত হলে ব্যাপক নিন্দা জানানো হয়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সাংবাদিকও রয়েছেন।
বাসাল বলেন, খান ইউনিসের নাসের হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়। এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় বিমান হামলা চালানো হয়।