11/14/2025 সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কেএসআরএম-এর উদ্যোগ: ট্রাফিক সাইন হস্তান্তর
odhikarpatra
৩১ August ২০২৫ ১৮:৪৩
সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম (কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড) সম্প্রতি সড়ক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রাফিক সাইন হস্তান্তর করেছে।
ট্রাফিক পুলিশের হাতে এই সাইনবোর্ডগুলো হস্তান্তরের মাধ্যমে কেএসআরএম তাদের সামাজিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, "সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের সচেতন করাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, যথাযথ ট্রাফিক নির্দেশনা প্রদানের মাধ্যমে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।"
এই কার্যক্রমের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে "গতি সীমা", "সতর্কতা চিহ্ন", "দিকনির্দেশনা", এবং "জেব্রা ক্রসিং" সাইনসহ আরও অনেক প্রয়োজনীয় ট্রাফিক চিহ্ন বসানো হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কেএসআরএম-এর এই পদক্ষেপ দেশে কর্পোরেট সামাজিক দায়িত্ব (CSR) বাস্তবায়নের একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকলো।