11/14/2025 সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
odhikarpatra
৩১ August ২০২৫ ২২:৪১
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত অতিক্রমের সময় আটক ৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিএসএফ, বিজিবি, সীমান্তে আটক, বাংলাদেশি, সীমান্ত সংবাদ, সীমান্ত হস্তান্তর
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করা ৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।
রবিবার (তারিখ উল্লেখ করতে হবে) সকালে ভারতের সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করে বিএসএফ। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।