09/29/2025 রান্নায় সাধারণ একটি ভুল, যা নষ্ট করতে পারে ভাতের স্বাদ ও গুণ
odhikarpatra
১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৩
ভাত আমাদের প্রধান খাবার। অনেক সময় ভাত রান্না হয়ে গেলে ফ্যান ঝরানোর আগে অভ্যাসবশত হাতা দিয়ে একবার নেড়ে দেওয়া হয়। কিন্তু রান্না বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস আসলে ভাতের গুণ ও স্বাদ নষ্ট করতে পারে।
খাদ্যবিজ্ঞানীদের মতে, ভাত রান্না শেষে নাড়াচাড়া করার কারণে এর স্টার্চ দ্রুত বের হয়ে আসে। এর ফলে ভাতের পুষ্টিগুণ কিছুটা হলেও নষ্ট হতে পারে।