11/14/2025 প্রীতিলতা হল সংসদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলো ইসলামী ছাত্রী সংস্থা
odhikarpatra
১৬ September ২০২৫ ২১:০৪
চবি প্রতিনিধি | অধিকার পত্র ডটকম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রী সংস্থা (ইছস)। মঙ্গলবার দুপুরে প্রীতিলতা হলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে ইছসের নেতৃবৃন্দ বলেন,
“হলে শিক্ষার্থীদের ন্যায্য সিট বণ্টন, স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা, নিরাপত্তা জোরদার এবং সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। এ জন্যই আমরা একটি শক্তিশালী পূর্ণাঙ্গ প্যানেল গঠন করেছি।”
প্যানেল ঘোষণার সময় প্রীতিলতা হলের শিক্ষার্থীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক প্রার্থী ফারিহা রহমান বলেন,
“আমরা হলে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। নতুন শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেল, হলের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মেস চার্জ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।”
শিক্ষার্থীরা এই প্যানেল ঘোষণাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের পর হলে সমস্যার দ্রুত সমাধান হবে এবং একাডেমিক পরিবেশ উন্নত হবে