11/14/2025 চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ দলের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং
odhikarpatra
১৮ September ২০২৫ ০১:২৭
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের কাউকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ বিষয়ে স্থানীয়ভাবে মাইকিং করে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
মাইকিং করে জানানো হয়—
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “এ ঘোষণা সরকারের নিষিদ্ধ সব সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে এটি দেওয়া হয়নি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।”
✅ কর্ণফুলীতে পুলিশের মাইকিংয়ে নিষিদ্ধ দলের সদস্যদের বাসা ভাড়া না দেওয়ার নির্দেশ।
✅ নতুন ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আহ্বান।
✅ ভাড়াটিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিকও দায়ী থাকবেন।
✅ পুলিশের দাবি—এটি সাধারণ নিরাপত্তামূলক উদ্যোগ, নির্দিষ্ট সংগঠনকে লক্ষ্য করে নয়।