11/14/2025 ট্রাম্পের সফর শেষে যুক্তরাজ্যের ফিলিস্তিন স্বীকৃতির ঘোষণা, গাজায় আরও ২৯ জন নিহত
odhikarpatra
১৯ September ২০২৫ ১৯:১৮
লন্ডন-গাজা, ১৯ সেপ্টেম্বর ২০২৫
?মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে সপ্তাহান্তে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি পূর্বে জানিয়েছিলেন, গাজার মানবিক পরিস্থিতির উন্নয়নের শর্ত পূরণ না হলে জাতিসংঘের সাধারণ পরিষদের আগে এই পদক্ষেপ নেবেন।
এদিকে গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযান আরও জোরদার হয়েছে। বৃহস্পতিবার এক দিনে ২৯ জন নিহত হয়েছেন এবং অনাহার-অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
গাজার পরিস্থিতির প্রতিবাদে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও একাডেমিক প্রতিষ্ঠান ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। তাদের অভিযোগ, ইসরায়েলি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারের দমননীতির অংশীদার।
?প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ না নিলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব।”