09/29/2025 নিউইয়র্কে অনুষ্ঠিত হলো অল কাউন্টি হোম কেয়ারের সৌজন্যে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫
odhikarpatra
২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫১
অধিকার পত্র ডটকম :
নিউইয়র্কে, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অল কাউন্টি হোম কেয়ারের সৌজন্যে বহুল প্রতীক্ষিত এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫। প্রবাসে প্রতিভার স্বীকৃতির জনপ্রিয় এই আয়োজনটি পরিচালনা করেন শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর সভাপতি খায়রুল ইসলাম খোকন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী রিজিয়া পারভীন, শাহানাজ বেলী, ফাহাদ সোলাইমান, রিয়েলেটর নুরুল আজিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক, ইসতিয়াক রুমি ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।
নাচ ও গানের ফাঁকে ফাঁকে সম্মাননা প্রদান করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আহসান হাবিব, ডিউক খান, উত্তম কুমার মন্ডল, গোলাম মিয়া কুদ্দস, মুশতাক আহম্মেদ খালেদ, রাশেদ আহম্মেদ, মিনা ইসলাম, ইসতিয়াক রুমি সহ একাধিক বিশিষ্টজনকে। ফ্যাশন শোতে অংশ নেন পিয়াল হোসেন ও নিবিড় আদনান নাহিদ।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন পেনসিলভেনিয়া থেকে আগত মুস্তা ও অপর্ণা। সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া হাসান, টিনা রাসেল, শিলা তনু, জনি সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। উপস্থাপনায় ছিলেন মিয়া মোহাম্মাদ দুলাল, ইসরাত জাহান ঈশা এবং বাবু জামান।
আয়োজক খায়রুল ইসলাম খোকন জানান, “এনআরবি অ্যাওয়ার্ড প্রবাসীদের মধ্যে প্রতিভা ও অর্জনের স্বীকৃতি প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।” উল্লেখ্য, গত ১৫ বছর ধরে এনআরবি প্রবাসীদের সাফল্যকে সম্মান জানিয়ে আসছে।
হাকিকুল ইসলাম খোকন
নিউইয়র্ক প্রতিনিধি, বাপসা নিউজ।