09/29/2025 সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় ৭ জন নিহত
odhikarpatra
২২ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০
সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় ৭ জননিহত হয়েছে। ওই এলাকা কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।
লেবাননের রাজধানী বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন তেল ও গ্যাস ক্ষেত্রসহ উত্তর এবং উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে। সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের দেইর হাফের এলাকার উম্মে টিনা গ্রামে ‘সিরীয় সেনাবাহিনীর সদস্যদের’ বোমা হামলায় পাঁচজন নারী ও দুই শিশু নিহত হয়েছে।
গত বছরের শেষের দিকে ইসলামপন্থী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর এ বছরের মার্চ মাসে নতুন কর্তৃপক্ষ এবং এসডিএফ কুর্দি প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়। তবে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
দেইর হাফের এলাকায় সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ-এর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়