09/29/2025 ইসলামী আন্দোলন, চরমোনাই পীর রেজাউল
odhikarpatra
২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪০
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বক্তব্যের জবাবে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দলটি ফ্যাসিস্টদের দোসর নয়।
সোমবার রাজধানীর হাজারীবাগে নির্বাচনী গণসমাবেশে চরমোনাই পীর বলেন,
“বিএনপির এক নেতা আমাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা শিষ্টাচারবিরোধী। আমাদের ভূমিকা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কী, তা জিজ্ঞেস করুন মির্জা ফখরুল ইসলাম বা বরকত উল্লাহ বুলুকে।”
তিনি উল্লেখ করেন, ইসলামী আন্দোলন ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি ও জামায়াতের হরতাল-অবরোধের কর্মসূচিতে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। এ কারণে গত কয়েক মাস ধরে বিএনপির কিছু নেতা দলটিকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে উল্লেখ করেছেন।
চরমোনাই পীর আরও বলেন,
“ইসলামী আন্দোলনের ভূমিকা জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জিজ্ঞেস করুন। আমরা নির্বাচনের বিরোধী নই, তবে বিদ্যমান পদ্ধতির নির্বাচন ডামি ভোট এবং রাতের ভোট, যা হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করেছে। পদ্ধতিটি ব্যর্থ প্রমাণিত। সংস্কার ও বিচার নিশ্চিত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন।”
এছাড়া গণসমাবেশে ঢাকা-১০ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে আব্দুল আউয়ালের নাম ঘোষণা করা হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতেয়াজ আলমসহ মহানগর নেতারা হ্যাশট্যাগের সঙ্গে ব্যবহার করা যাবে।